আপনি পড়ছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলন করছেন। এক দফা, এক দাবিতে চলমান এই আন্দোলনে রাজপথে নেমেছেন তারা।

du 7 collegeঢাবির লোগো ও আন্দোলনরত শিক্ষার্থীরা

আজ বুধবার কর্মসূচির অংশ হিসেবে ঢাবি সংলগ্ন নীলক্ষেত অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন শিক্ষার্থীর গায়ে কাফনের কাপড় দেখা যায়। তাতে লাল কালিতে লেখা ‘পরীক্ষা নাও, না হয় জীবন নাও’।

শিক্ষার্থীরা আরো যেসব প্ল্যাকার্ড প্রদর্শন করেন, তার মধ্যে রয়েছে- ‘মোদের একটাই, পরীক্ষা চাই’, ‘পরীক্ষা কেন স্থগিত, প্রশাসন জবাব চাই’, ‘রক্ত চাইলে রক্ত নিন, তবুও পরীক্ষা নিন’।

২০১৬-১৭ সেশনের একজন শিক্ষার্থী জানান, ২০১৯ সালের পরীক্ষা দিয়েছেন ২০২১ সালে। এভাবে গত তিনটি বছর থার্ড ইয়ারেই পড়ে রয়েছেন তারা।

du 7 college 1ঢাবির লোগো ও আন্দোলনরত শিক্ষার্থীরা

অর্ধেক পরীক্ষা দেয়ার পর করোনাকালে বাকিগুলো আটকে গেছে জানিয়ে তিনি আরো বলেন, আমরা আটকে আছি আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বন্ধুরা গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি করছে।

একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন আরো বেশ কয়েকজন শিক্ষার্থী। তারা বলেন, করোনার উপদ্রব কমে আসায় সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রাখার কোনো মানে নেই।

নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, অন্যথায় দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন তারা। পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় নিরুপায় হয়ে রাস্তায় নেমেছেন তারা।