ভ্রমণপিপাসু ও রোমাঞ্চপ্রিয় মানুষদের জন্য এবার মহাকাশে অবকাশ যাপনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। পৃথিবীতে থাকতে আর ভালো লাগছে না? বিরক্ত হয়ে গেছেন? আর চিন্তা নেই। চাইলেই পৃথিবীর বাইরে মহাকাশে গিয়ে কিছুদিন থেকে আসতে পারবেন। এখন সেখানে বিলাসবহুল হোটেল নির্মাণ করা হচ্ছে।

space hotelভয়েজার স্টেশন হোটেলের নকশা

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে হোটেলটির নকশা উন্মোচন করা হয়। ক্যালিফোর্নিয়ার সংস্থা গেটওয়ে ফাউন্ডেশনের তৈরি নকশা অনুসারে, নাগরদোলার মত দেখতে বিলাসবহুল চক্রাকার এই হোটেলটি পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তরে ভাসবে। আগামী ২০২৭ সালের মধ্যে অতিথিদের জন্য এটি চালু করে দেয়া হবে।

প্রাথমিকভাবে হোটেলটির নাম 'দ্য ভন ব্রাউন স্টেশন' রাখা হলেও তা পরিবর্তন করে এখন নতুন নামকরণ করা হয়েছে 'ভয়েজার স্টেশন'। গেটওয়ে ফাউন্ডেশনের প্রাক্তন পাইলট জন ব্লিনকো কর্তৃক পরিচালিত অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশন নামের একটি সংস্থা এটি নির্মাণের দায়িত্ব পেয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্লিনকো জানান, করোনার কারণে হোটেলটির নির্মাণে কিছুটা বিলম্ব হলেও আগামী ২০২৬ সালের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে বলে আশাবাদী। এর পরের বছর অর্থাৎ ২০২৭ সালেই মহাকাশে অবকাশ যাপনের স্বপ্ন সত্যি হয়ে উঠবে।

space hotel1নকশা অনুসারে ভয়েজার স্টেশন হোটেলের ভেতরের দৃশ্য

সিএনএন জানিয়েছে, পৃথিবীর অন্যান্য হোটেলের সঙ্গে এর দৃশ্যগত তেমন পার্থক্য থাকবে না। তবে এই হোটেলে বেশ কিছু 'আউট অফ দ্য ওয়ার্ল্ড' অনুষঙ্গ থাকবে। যেমন সেখানে ২৪টি মডিউল থাকবে। যাদের ঘূর্ণনে কৃত্রিম অভিকর্ষজ বল তৈরি হবে। এর ফলে অতিথিরা মহাকাশেও ঘুরে কিংবা ভেসে বেড়াতে পারবেন।

কয়েক বছর আগে প্রাথমিক নকশা চূড়ান্ত হওয়ার সময় অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশনের সিনিয়র ডিজাইন আর্কিটেক্ট টিম আলাটোর জানিয়েছিলেন, মহাকাশের বুকেও এক টুকরো পৃথিবী স্থাপন করা হবে। অতিথিরা মহাকাশেই সময় কাটাবেন। পাশাপাশি সেখানে যেন তারা পৃথিবীর অন্যান্য হোটেলের উষ্ণতাই উপভোগ করতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। মোটকথা বিছানা, বাথরুম, রেস্টুরেন্ট, বার সবকিছুরই ব্যবস্থা থাকবে।

হোটেলের রেস্তোঁরাগুলোতে ড্রাই আইসক্রিমের মত গতানুগতিক 'স্পেস ফুড' সরবরাহ, বিনোদনের সুব্যবস্থা ও থাকবে। সেখানে এমন কিছু থাকবে যা পৃথিবীতে সচরাচর করা সম্ভব হয় না। ওজনহীনতা এবং মহাকর্ষ শক্তি হ্রাস পাওয়ার কারণে সেখানে পৃথিবীর চাইতে কয়েকগুণ ওপরে লাফিয়ে উঠা যাবে। অনেক সহজে ভারী জিনিস ওঠানো যাবে, যোগ করেন তিনি।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.