রাস্তার যানজট থেকে মুক্তি দিতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সরকার। নতুন এই পরিকল্পনার আওতায় এক বিশেষ ধরনের চালকবিহীন ইলেক্ট্রনিক যান চালু করতে যাচ্ছে দেশটি। যার নাম দেয়া হয়েছে 'পড ট্যাক্সি'।

pod taxi

আপাতত শুধু দিল্লির পাশ্ববর্তী শহর গুড়গাঁওয়ে চালু করা হবে এই পড ট্যাক্সি সেবা। কারণ এই শহরেই গুগল, মাইক্রোসফট, অ্যাপলের মত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যালয় রয়েছে। আর এ জন্য শহরটি যানজট মুক্ত করতে নতুন এই উদ্যোগ হাতে নেয়া হয়েছে। 

জানা গেছে, মাটি থেকে খানিকটা ওপরে উড়াল পুল দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে চলবে এই পড ট্যাক্সি। দিল্লির শহরতলি থেকে ১৬টি স্টেশন পেরিয়ে গুড়গাঁওয়ের ভেতরে স্বল্প বিরতিতে চলাচল করবে ছোট ছোট এই ইলেক্ট্রনিক যানগুলো। প্রতিটি পড ট্যাক্সি পাঁচ থেকে ছয়জন যাত্রী বহন করতে পারবে। ফলে প্রতিদিন এই পড ট্যাক্সি দিয়ে ৩০ হাজার যাত্রী চলাচল করা সম্ভব।

প্রকল্পটি আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়েছে। ধারনা করা হচ্ছে, পুরো প্রকল্প বাস্তবায়ন করতে ১২৬ মিলিয়ন ডলারের মত খরচ হবে। যা মেট্রোরেল নেটওয়ার্ক তৈরির চেয়ে অনেক সাশ্রয়ী।

আপনি আরো পড়তে পারেন 

১০ কোটি টাকার মামলার মুখে ফেসবুক

মোবাইল অ্যাপে অভিযোগ জানান র‍্যাবকে

ডায়াবেটিস আক্রান্ত শিশুর দেখভালে রোবট

আবারও অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার আক্রমণ

অফলাইনেও দেখা যাবে ফেসবুকের ভিডিও!

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.