করোনার এন্টিবডি নিয়ে শিশুর জন্ম!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বে প্রথম কোনো শিশু করোনার এন্টিবডি নিয়ে জন্মগ্রহণ করলো। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় এমন ঘটনা ঘটেছে। দুই শিশু বিশেষজ্ঞের বরাত দিয়ে এ খবর দিয়েছে গার্ডিয়ান।
এন্টিবডি নিয়ে শিশুর জন্ম, ফাইল ছবি
এতে বলা হয়, অন্তঃসত্ত্বা অবস্থায় গত জানুয়ারিতে মডার্নার টিকার প্রথম ডোজ নেন এক নারী। তিনি এন্টিবডি সমৃদ্ধ একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন। সারা বিশ্বে এ ধরনের ঘটনা এটিই প্রথম।
অপ্রকাশিত এক নিবন্ধে এমনটি দাবি করেছেন ডা. পল গিলবার্ট ও ডা. চ্যাড রুডনিক। সেটি এখনো পিয়ার-রিভিউ করা সম্ভব হয়নি বলে খবরে বলা হয়।
করোনার টিকাদান, ফাইল ছবি
তারা বলছেন, শিশুটির মায়ের নাম উল্লেখ করা না হলেও তিনি একজন স্বাস্থ্যকর্মী বলে জানানো হয়। ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকাকালে টিকা নেন তিনি। এর তিন সপ্তাহ পর পুস্ট শিশুটির জন্ম দেন।
শিশুটির নাড়ীর রক্ত পরীক্ষায় করোনার অ্যান্টিবডি শনাক্ত হয়েছে জানিয়ে নিবন্ধে বলা হয়, এতে মাতৃত্বকালে টিকা নিলে কোনো সমস্যা নেই, বরং সুরক্ষার নতুন সম্ভাবনা তৈরি করলো।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর