আপনি পড়ছেন

গত বেশ কিছু দিন ধরে দেশে আবারো বাড়ছে করোনার সংক্রমণ। পরিস্থিতি মোকাবেলায় আজ সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।

koumi madrasa bangladeshবন্ধ থাকবে কওমি মাদরাসাও

নির্দেশনার ১০ নম্বরে বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কওমি মাদরাসাসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

করোনা প্রতিরোধে সরকারের নতুন ১৮ দফা নির্দেশনা নিয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।

all educational institutions closes coronaগত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান

উল্লেখ্য, করোনার সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তবে দেশের সংক্রমণের হার খানিকটা কমে গেলে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কওমি মাদরাসাগুলোতে পাঠদান শুরু হয়।

সরকার জানিয়েছে, আগামী ২২ মের পর স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। তার আগ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নতুন নির্দেশনায় এবার কওমি মাদরাসাও তার অন্তর্ভুক্ত করা হলো।