আপনি পড়ছেন

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের মসজিদে নামাজ আদায় ও ওমরাহ পালন উন্মুক্ত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে হারামাইন শরীফাইন তথা মসজিদে হারাম ও মসজিদে নববীতে এবারও পবিত্র রমজানের তারাবির নামাজ ১০ রাকাত পড়া হবে।

macca coronaপবিত্র মক্কা শরীফ, ফাইল ছবি

হারামাইন কর্তৃপক্ষ জানায়, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রমজানের কর্মসূচিসহ বেশ কিছু নতুন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে- তারাবি, তাহাজ্জুদ, ওমরাহ, ইফতার ও ইতিকাফে সতর্কতামূলক ব্যবস্থা।

গত ২৮ মার্চ এসব পরিকল্পনার কথা জানান হারামাইনের সভাপতি ও মসজিদে হারামের প্রধান খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইস। হারামাইনে নামাজ আদায়ের ক্ষেত্রে অবশ্যই টিকা গ্রহণ, মাস্ক পরা, স্যানিটাইজিং ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানান তিনি।

পরিকল্পনায় বলা হয়, গত বছরের ন্যায় এবারও স্থগিত থাকবে ইতিকাফ।

madina coronaমদিনা শরীফ, ফাইল ছবি

ওমরাহ’র ক্ষেত্রে বলা হয়, মাতাফে ওমরাহ করা যাবে, স্পর্শ করা যাবে না কাবা ঘর। হাজরে আসওয়াদও চুম্বন করা যাবে না। ওমরাহ শেষে দুই রাকাত নামাজ আদায় করতে হবে প্রথম তলায়।

গত বছরও করোনার কারণে সীমিত আকারে রমজানের তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় মসজিদে হারাম ও মসজিদে নববীতে। এতে কম সংখ্যক মুসল্লি অংশ নেয়ার সুযোগ পান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর