আপনি পড়ছেন

সাইয়েদনা মুসা (আ.) এর অন্যতম বৈশিষ্ট হলো, তিনি যখন তখন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন। এ কারণে মুসা (আ.) এর বিশেষ উপাধি ছিলো কালিমুল্লাহ।

eidul azha

ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) ছিলেন প্রথম যুগের মুহাদ্দিস। তিনি মুসনাদে আহমাদ নামক হাদিসের বিখ্যাত কিতাবের জন্য মুহাদ্দিসদের নিকট বেশ পরিচিত। মুসনাদে আহমদ ছাড়াও তিনি আরো অনেক হাদিসের কিতাব রচনা করেন। এর মধ্যে অন্যতম বিখ্যাত একটি কিতাব হলো কিতাবুজ জুহুদ।

কিতাবুজ জুহুদে ইমাম আহমদ (রহ.) সমকালীন বিখ্যাত তাবেয়ি ওয়াহাব ইবনে মুনাব্বেহ (রহ.) থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটিতে হযরত মুসা (আ.) কে আল্লাহ তায়ালা বিশেষ কিছু আদেশ দিয়েছিলেন।

তাবেয়ি ওয়াহাব ইবনে মুনাব্বেহ (রহ.) বলেন, একদিন মুসা (আ.) বলেন, হে আল্লাহ! আপনি আমাকে বিশেষ কিছু আদেশ করুন।

উত্তরে আল্লাহ বললেন, আমার সঙ্গে কাউকে শরিক করো না।

মুসা (আ.) বললেন, আরো কিছু আদেশ করুন।

আল্লাহ বললেন, তোমার মায়ের সেবা করো।

মুসা (আ.) বললেন, আরো কিছু।

আল্লাহ বললেন, তোমার মায়ের সেবা করো।

মুসা (আ.) আবারো বললেন, আরো কিছু আদেশি দিন হে আল্লাহ।

আল্লাহ বললেন, তোমার মায়ের সেবা করো।

এ হাদিস বর্ণনা শেষে তাবেয়ি ওয়াহাব ইবনে মুনাব্বেহ (রহ.) বলেন, ‘মায়ের সেবা করলে জীবনে দৃঢ়তা ও সমৃদ্ধি আসে, আর বাবার সেবা করলে আয়ু বাড়ে।

ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.), কিতাবুজ জুহুদ, হাদিস নম্বর ২৯৯।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর