হাফপ্যান্ট পরে স্টেজে বর!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিয়ের দিনের পোশাক মানেই অন্যরকম কিছু! এদিন তো জীবনে বারবার আসে না! সাধারণত, বিয়ের দিন আড়ম্বরপূর্ণ পোশাকই পরেন বর-কনে। কিন্তু পোশাক না পরেই এলেন বর! তার ওপর হাতে-পায়ে ব্যান্ডেজ!
হাফপ্যান্ট পরে স্টেজে বর!
হ্যাঁ, তেমনই ঘটেছে ইন্দোনেশিয়ায়। পূর্ব জাভার একটি বিয়ের আসরে দেখা গেল, খালি গায়ে বর বসে আছেন হাফপ্যান্ট পরে! রীতিমতো ভাইরাল হয়েছে এ ছবি।
না, কোনো স্টাইল দেখানোর জন্য এভাবে আসেননি তিনি। কিঞ্চিৎ মজাদার এ ঘটনার পিছনে লুকিয়ে আছে ছোট্ট একটি কষ্ট। বলা ভালো, ছোট্ট একটি দুর্ঘটনা।
বিয়ের চারদিন আগে বর মটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন। তার শরীরে যে রকম আঘাত লেগেছে, তাতে বরের প্রথাগত পোশাক পরে তার পক্ষে বিয়ে করতে আসা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে তাকে এ অদ্ভুত পোশাকে বিয়ে করতে আসতে হলো। বরের হাত ঝুলছে আর্ম স্লিং-এ। হাতে-পায়ে ব্যান্ডেজ। তবে কনে প্রথামতো দিব্যি সুন্দর পোশাকেই সজ্জিতা।
অনেক নেটিজেন এ কষ্টের মধ্যেও হিউমার খুঁজে বেড়িয়েছেন। কেউ কেউ বলেছেন, ‘বেচারা ক্ষত সারানোর জন্য কদিন সময় নিলেই পারত।’
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর