আপনি পড়ছেন

ডায়াবেটিসে আক্রান্ত রোগিদের অনেক সময় সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনসুলিন গ্রহণ করতে হয়। যেহেতু এটা ইনজেকশনের মাধ্যমে দেহে পুশ করতে হয় সেক্ষেত্রে রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করলে রোজা ভাঙবে কি না এ বিষয়টি জেনে রাখা প্রয়োজন।

insulin

রোজা অবস্থায় ইনসুলিন প্রয়োগ করলে রোজা ভাঙবে কি না এ প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলেন, পানাহার ও যৌনাচারের মাধ্যমে রোজা ভেঙে যায়। যেহেতু ইনসুলিনের মাধ্যমে পানাহার করা হচ্ছে না তাই রোজা রেখে ইনসুলিন গ্রহণ করলে রোজা ভাঙবে না।

তবে কখনো ইনজেকশনের মাধ্যমে যদি শরীরে এমন কোনো উপদান পুশ করা হয় যা দেহের ক্লান্তি দূর করে এবং ক্ষুধার অনুভূমি হালকা করে দেয়, তাহলে ওইসব উপদানের ইনজেকশন গ্রহণের মাধ্যমে রোজা ভেঙে যাবে বলে ফকিহরা ফতোয়া দিয়েছেন।

সূত্র: হেদায়া, ১ম খন্ড, ২০০ পৃষ্ঠা; কিতাবুল ফতোয়া, ৩য় খন্ড, ৩৯১ পৃষ্ঠা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর