আপনি পড়ছেন

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার ২৪তম আসরে বাংলাদেশি হাফেজ সপ্তম স্থান অর্জন করেছেন। ৯০টি দেশের কারিদের সঙ্গে প্রতিযোগিতা করে সাফল্য অর্জনকারী এ হাফেজের নাম হাফেজ জামিল আহমেদ জহির উদ্দিন (২০)।

hafez jamil

এবারের আসরে প্রথম স্থান অর্জন করেছেন সিরিয়ান কারি মোহাম্মদ আবদুর রহমান আবু কাসিম। দ্বিতীয় হয়েছেন আমেরিকান কারি আবদুল গণি মুস্তফা এহিয়া। তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মোজামেল আহমদ সিরিয়ার নাগরিক। অর্থাৎ, প্রথম ৩ জনের দুজনই সিরিয়ান কারি।

শনিবার রাতে দুবাই আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুবাইয়ের ধর্মপ্রতিমন্ত্রী ও সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশি হাফেজ জামিল দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সেখান থেকেই তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোট ১০ জনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।