আপনি পড়ছেন

পবিত্র কোরআনের বর্ণনা থেকে জানা যায়, হযরত ইবরাহিম (আ.) মানব জাতির ইবাদতের জন্য যে ঘর নির্মান করেছেন সেটিই আজকের মসজিদে হারাম। এ ঘর নির্মাণের সময় ইবরাহিম (আ.) ও তার ছেলে ইসমাইল (আ.) একটি পাথরকে অনেকটা ‘লিফট’র মতো ব্যবহার করেছেন।

makame ibrahim

এ পাথরে দাঁড়ালে পাথরটি ইবরাহিম নবীর কথামত অলৌকিকভাবে উপর-নিচে, সামনে-পেছনে উঠানামা করত।

আর এভাবেই তিনি পবিত্র কাবা ঘরের নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন। এবার প্রথমবারের মতো এ পাথরটিরও স্বচ্ছ ছবি প্রকাশ করলো সৌদি কর্তৃপক্ষ।

maqam ibrahim 01

সৌদির আল-আরাবিয়া সংবাদ মাধ্যম থেকে জানা যায়, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মাকামে ইবরাহিমের স্বচ্ছ ছবিটি তুলেছে দুই পবিত্র মসজিদের দায়িত্বরত সৌদি জেনারেল প্রেসিডেন্সি।

maqam ibrahim 02

বর্তমানে মাকামে ইবরাহিম স্বর্ণ, রূপা ও গ্লাসের ফ্রেমে সংরক্ষিত রাখা আছে। ধারণা করা হয়, পাথরটি অলৌকিক ছিলো বলেই ইবরাহিম নবীর (আ.) উম্মতরা এটিকে কাবা ঘরেই সংরক্ষতি করে রাখেন। হজ বা ওমরার সময় এ পাথরের পাশে দুই রাকাত নামাজ পড়া সুন্নাত।

maqam ibrahim 01

উল্লেখ্য, সম্প্রতি প্রথমবারের মতো হাজরে আসওয়াদের স্বচ্ছ ছবিও প্রকাশ করে সৌদি জেনারেল প্রেসিডেন্সি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর