আপনি পড়ছেন

ছোটবেলা থেকেই আজান দিতে ভালোবাসেন শফিকুর রহমান। কিন্তু একসময় এই আজানই যে তাকে বিশ্বময় পরিচিত করে তুলবে, সেটা হয়তো কখনই ভাবেননি। বাস্তবে সেটাই ঘটেছে। গতকাল শুক্রবার (৭ মে) লন্ডনের ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজে আয়োজিত একটি অনুষ্ঠানে আজান দিয়েছিলেন তিনি। সেটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজসহ আরও কিছু আন্তর্জাতিক মিডিয়া।

shafiqur azan

আরব নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, অনেকদিন ধরেই লন্ডনে বসবাস করছেন শফিকুর রহমান। গতকাল সেখানকার টাওয়ার ব্রিজে সর্বধর্মীয় একটি অনুষ্ঠানে মাগরেবের আজান দেন তিনি। তার আজান শুনে ভীষণ মুগ্ধ হন অতিথিরা।

তাদের মুগ্ধতা শুধু সুন্দর সুরের জন্য নয়। মক্কার পবিত্র মসজিদের মুয়াজ্জিন শেখ আলী আহমাদ মোল্লার অবিকল সুরে শফিকুরের আজান শোনে সবাই অবাক হয়ে যান। শফিকুর বলেন- এমনটা হওয়া স্বাভাবিক, কারণ ছোটবেলা থেকেই আমি কাবার ওই মুয়াজ্জিনের আজান শুনে তার মতো আজান দেওয়ার চেষ্টা করে গেছি।