বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীর দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মে) দুপুর ১২টার দিকে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

habibullah sirajiকবি হাবিবুল্লাহ সিরাজী

গতকাল সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (২৫ মে) সকাল ১০টায় শ্রদ্ধা জানানোর জন্য কবি হাবিবুল্লাহ সিরাজীর মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গনে রাখা হয়। শ্রদ্ধা নিবেদনের পর সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় আজিমপুর কবরস্থানে। দ্বিতীয় জানাজা শেষে সেখানেই দাফন করা হয় একুশে পদকপ্রাপ্ত এই কবিকে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করার পর বিভিন্ন পদে সরকারি চাকরি করেছেন কবি হাবিবুল্লাহ সিরাজী। তবে কবিতার সঙ্গ ছাড়েননি কখনই।

তার ফলও পেয়েছেন, কবিতার জন্য ২০১৬ সালে পেয়েছেন একুশে পদক এবং ১৯৯১ সালে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। গদ্য-কবিতা মিলিয়ে তার গ্রন্থের সংখ্যা প্রায় ৫৯টি।