আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যের ছোট্ট অথচ শক্তিশালী দেশ ইসরায়েলের রাজনীতিতে বরাবরই নানা ধরনের নাটকীয়তা দেখা যায়। সাম্প্রতিক সময়ে এর মাত্রা অনেক বেড়ে গেছে, যা নতুন দিকে মোড় নিতে যাচ্ছে এখন। এর ফলে পতন ঘটতে পারে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের!

benjamin netanyahu sadবেনিয়ামিন নেতানিয়াহু, ফাইল ছবি

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, গত দুই বছরে ৪ বার পার্লামেন্ট নির্বাচন হয়েছে ইসরায়েলে। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে ব্যর্থ হয় দেশটির ক্ষমতাসীন ও বিরোধী দলগুলো।

সর্বশেষ গত ২৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের পর নতুন সরকার গঠনের জন্য বিরোধী দল ইয়েশ আটিদ পার্টিকে বলা হয়। এ জন্য দলটির নেতা ইয়াইর লাপিডকে সময় দেয়া হয় মাত্র ২৮ দিন, যা শেষ হচ্ছে বুধবার।

এই সময়ের মধ্যে নতুন জোট গঠন করে ক্ষমতায় যেতে জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন ইয়াইর লাপিড। তবে তা ঝুলে আছে ৬টি আসন পাওয়া উগ্র ডানপন্থী ইয়ামিনা পার্টির সিদ্ধান্তের ওপর।

এতদিন নীরব থাকার পর আজ রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা দলটির নেতা নাফতালি বেনেটের। এর আগে কোন জোটে যাবেন, সে বিষয়ে নিজের দলের এমপিদের মতামত নিতে বৈঠক কবেন তিনি।

yair lapid israelইয়েশ আটিদ পার্টির নেতা ইয়াইর লাপিড, ফাইল ছবি

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নতুন জোট গঠনের প্রায় শেষ পর্যায়ে রয়েছেন ইয়াইর লাপিড। তবে ক্ষীণ হলেও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর জোটেও যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে ইয়ামিনা পার্টির।

নাফতালি বেনেট বিরোধী দলীয় জোটে যোগ দিলে নিশ্চিতভাবেই পতন ঘটবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের। দেশটির সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড গড়া এই প্রধানমন্ত্রীর ভাগ্য নির্ভর করছে একটি ঘোষণার ওপর।

এদিকে, গত শুক্রবার নেতানিয়াহু এক টুইটে লিখেছেন, ‘রিয়েল এলার্ট। বিপজ্জনক বামপন্থী একটি প্রশাসন এগিয়ে আসছে।’ এই পোস্টকে তার মেয়াদের বিদায় ঘণ্টার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.