আপনি পড়ছেন

নগরায়নের ফলে আমাদের দেশের শহরগুলো দিন দিন অনেকটা বাসের অযোগ্য হয়ে পড়ছে। শহুরে জীবন যদিও অনেক সুবিধা পাওয়া যায়, অসুবিধাও কম পোহাতে হয় না। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে পুরো শহর। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে এ সমস্যা বেশি দেখা যায়।

water

কখনো কখনো তো মসজিদে যাওয়ার পথটুকুও নোংরা পানিতে ডুবে থাকে। নোংরা পানি মাড়িয়ে মসজিদে গিয়ে পা ধুয়ে ফেলা যায়। কিন্তু পরনের কাপড় কী করা? আসুন জেনে নিই এ ব্যাপারে শরিয়ত কী বলে?

ফকিহরা বলেন, রাস্তার নোংরা পানিতে যদি অপবিত্র বস্তু অর্থাৎ ময়লা, আবর্জনা, পেশাব-পায়খনার পরিমাণ যদি বেশি হয় কিংবা তা স্পষ্ট দেখা যায়, তবে ওই পানি কাপড়ে লাগলে তা না বদলানো পর্যন্ত নামাজ আদায় করা যাবে না।

রাস্তার পানিতে অপবিত্র বস্তু যদি দেখা না যায় এবং স্বাভাবিক মনে হয়, অর্থাৎ পানিতে আবর্জনার পরিমাণ যদি পানির ঘনত্বের চেয়ে কম হয়, এমন পানি কাপড়ে লাগলে উত্তম হলো কাপড় বদলে নামাজ পড়া। যদি কাপড় বদলানো সম্ভব না হয় তাহলে ওই কাপড়ে নামাজ হয়ে যাবে বলে ফকিহরা মত দিয়েছেন।

বিস্তারিত দেখুন- রদ্দুল মুহতার, ১ম খন্ড, ৫৩১ পৃষ্ঠা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর