বিশাল আকৃতির একেকটি আমের দাম ৫০০ থেকে ১ হাজার টাকা! শুনতে অবাক লাগলেও বাস্তবেই দেখা গেছে এমন চিত্র। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের মৌসুমী ফলের বাজারে।

nurjahan mango 1নূরজাহান আম, ফাইল ছবি

দেশটির গণমাধ্যম বলছে, চড়া দামে বিক্রি হওয়া বিশেষ জাতের এই আমের নাম ‘নূরজাহান’। এর নামকরণ করা হয়েছে সম্রাট শাহজাহানের মেয়ের নামে। তবে আমের জাতটি আফগান।

ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুরের কাঠিওয়ারা অঞ্চলে চাষ হয়েছে নূরজাহান আম। যা মূলত এসেছে ২৫০ কিলোমিটার দূরে আফগানিস্তানের ইন্দোর থেকে। বিশেষ জাতের এই আম একেকটি ২ থেকে সাড়ে ৩ কেজি ওজনের হয়।

nurjahan mangoনূরজাহান আম, ফাইল ছবি

চাষীরা বলছেন, চাহিদা ও লাভের কারণে গেলো বছরের চেয়ে এবার আমটির চাষ বেশি হয়েছে। এর আকার ও গঠন ভালো হওয়ায় দামও বেশি পাওয়া যাচ্ছে চলতি মৌসুমে।

এ বিষয়ে কাঠিওয়ারার আমচাষী শিবরাজ সিং যাদব জানান, তার বাগানে ৩টি নূরজহান আম গাছে ২৫০টি ফল এসেছে। এগুলো আকার অনুযায়ী ৫০০-১০ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

nurjahan mango 2নূরজাহান আম, ফাইল ছবি

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার নূরজাহান আমের ফলন ভালো হয়েছে। কিন্তু করোনার কারণে এই আমের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।

এর আগে ২০১৯ সালে পৌনে তিন কেজির একেকটি নূরজাহান আম ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। সে অনুযায়ী, এবার প্রতিটি আমে অন্তত ২০০ টাকা করে কম দাম মিলছে।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.