আপনি পড়ছেন

চলতি করোনাকালে শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানান তিনি।

dr dipu moniদীপু মনি, ফাইল ছবি

আজ বুধবার ‘চাইল্ড পার্লামেন্ট সেশন-২০২১’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষা আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

সরকার দীর্ঘদিন ধরে শিক্ষা আইন করার চেষ্টা করছে জানিয়ে ডা. দীপু মনি বলেন, সেটির খসড়া চূড়ান্ত হয়েছে, এখন তা মন্ত্রিপরিষদে যাবে।

ministry of educationশিক্ষা মন্ত্রণালয়, ফাইল ছবি

নিয়ম অনুযায়ী অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে আইনটি সংসদে উত্থাপন করা হবে উল্লেখ করে তিনি বলেন, পাস হয়ে গেলে আইনটি বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে।

চাইল্ড পার্লামেন্টে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।