advertisement
আপনি পড়ছেন

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতিও তিনি।

talukder abdul khalek kcc mayorকেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক, ফাইল ছবি

জানা যায়, কেসিসি মেয়রকে আজ শনিবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের ৩০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। এখানে তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করার পর অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেসিসি মেয়রের সহকারী একান্ত সচিব (এপিএস) গোপাল কুমার সাহা। এর আগে শনিবার সকালে মেয়র আব্দুল খালেক প্রষ্টেট গ্লান্ড অপারেশন করাতে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

cmh imageঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল

জানা যায়, ইউরোলজি রোগে আক্রান্ত হয়েছেন তালুকদার আব্দুল খালেক। গত ১৫ জুন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার ওই রোগের কথা জানান।