আপনি পড়ছেন

বাংলাদেশি নাগরিকদের ইতালি প্রবেশের ক্ষেত্রে আরেক দফা নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর আগের ঘোষণা অনুযায়ী আগামীকাল ২১ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকার কথা।

italy ban extended on bangladeshiবাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ইতালি, ফাইল ছবি

ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে শ্রীলঙ্কা ও ভারত। করোনা প্রকোপ বেড়ে যাওয়ার কারণে ইতালি প্রবেশে গত এপ্রিল থেকে এই তিন দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকে দফায় দফায় তা বাড়ানো হয়।

সর্বশেষ গত ১৯ জুন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আরো এক দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

biman airlinesবাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ইতালি, ফাইল ছবি

উল্লেখ্য, এর আগে গত বছরের জুলাই মাসে দেশে আসা বাংলাদেশি প্রবাসীরা ইতালি গেলে তাদের স্বাস্থ্য পরীক্ষায় অনেকের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়। এর পর ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট পরিচালানার ওপর নিষেধাজ্ঞা দেয়। কয়েক দফা বাড়িয়ে তা ওই বছরের অক্টোবর মাসে শিথিল করা হয়।