আপনি পড়ছেন

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যেই আজ রোববার অর্ধবার্ষিক পরীক্ষা নেয়ার খবর পাওয়া গেছে রাজবাড়ীতে।

school examsপরীক্ষা, প্রতীকী ছবি

এদিন সকাল ১০টা-বেলা ১২টা পর্যন্ত সদর উপজেলার খানখানাপুর আল-নোমান কিন্ডার গার্ডেন স্কুলে পরীক্ষা নেয়া হয়। এতে করোনাকালীন স্বাস্থ্যবিধি না মেনে ছাত্র-ছাত্রীরা গাদাগাদি করে পরীক্ষায় অংশ নেয় বলে জানা যায়।

পরীক্ষায় অংশ নেয়া একাধিক শিক্ষার্থীর অভিভাবক জানান, শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে মৌখিক নির্দেশ দেয় স্কুল কর্তৃপক্ষ। ফলে তারা তাদের সন্তানদের নিয়ে যথারীতি হাজির হন স্কুলে।

rajbari mapরাজবাড়ীর মানচিত্র

এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী সদরের ইউএনও ফাহমি মো. সায়েফ বলেন, বিষয়টি জানা নেই। তবে এমন ঘটনা ঘটে থাকলে ঘটনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে গত বছরের ১৭ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তার পর থেকে দফায় দফায় ছুটি বাড়িয়ে সর্বশেষ আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।