সুইজারল্যান্ড সংসদের বিশেষ অধিবেশনে বাংলাদেশি নারী
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সুইজারল্যান্ডের জুরিখ অঞ্চলের একটি মহিলা সমিতির নির্বাচনে জয়ী হয়ে দেশটির পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন বাংলাদেশের মেয়ে সুলতানা খান। গতকাল (২২ জুন) মহিলা সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সুলতানা খান
১৯৯১ সালের প্রথম দিকে সুইস জাতীয় সংসদে প্রথম মহিলাদের অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৯৯১ সাল পর্যন্ত মহিলা সমিতিগুলো নিয়মিতভাবে বড় বড় কংগ্রেসের আয়োজন করতো। এই কংগ্রেসগুলোর মাধ্যমে নারীরা তাদের অধিকারের পক্ষে কথা বলেন।
সুলতানা খানের বাড়ি রাজবাড়ী জেলায়। তবে তার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। অনার্স-মাস্টার্স করেছেন ঢাকা সিটি কলেজ থেকে। ২০০৪ সালে স্বামী-সন্তানদের নিয়ে সুইজারল্যান্ডে পাড়ি জমান।
মহিলা সমিতির নির্বাচনে জয়ের পর সুলতানা ধন্যবাদ জানান বাঙালি জনগোষ্ঠিকে। তিনি বলেন, “এখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা আমার জন্য অনেক করেছেন। তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই।”
সুলতানা খান আরও বলেন, “আমি যেহেতু একজন নারী, তাই নারীর অধিকার রক্ষায় ভূমিকা রাখতে চাই। বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে সুইজারল্যান্ডে একটি স্থায়ী শহিদ মিনার স্থাপনের চেষ্টা চালাবো।”
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর