আপনি পড়ছেন

দেশের সর্বত্র ছড়িয়ে পড়া করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে যখন শাটডাউন নিয়ে আলোচনা চলছে, তখন এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২৯ জুন, শেষ হবে ১১ জুলাই।

dhaka education board

ঢাকা শিক্ষাবোর্ডের পলীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ফরম পূরণের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে অনলাইনে। যেহেতু এবার কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না, তাই এ সংক্রান্ত কোনো ফি নেয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে।

এবার বিজ্ঞান শাখার জন্য ফরম পূরণের ফি ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। মানবিক এবং ব্যবসায় শাখার জন্য দিতে হবে ১ হাজার ৯৪০ টাকা। যদি কোনো কলেজ এর বেশি ফি গ্রহণ করে, তাহলে ফরম পূরণের প্যানেল বন্ধ করাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি প্রয়োগ করা হবে।