আপনি পড়ছেন

গ্রিসে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৩০০ বাংলাদেশি কৃষিকর্মীর ৩৮টি ফারাঙ্গা বা অস্থায়ী আবাসস্থল। এতে কেউ হতাহত না হলেও তাদের অর্থ, পোশাক, খাদ্যসমগ্রী, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে গেছে।

homes of 300 bangladeshis burned in greeceপুড়ে যাওয়া বাংলাদেশিদের আবাসস্থল

এ তথ্য নিশ্চিত করে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে গত রোববার, পশ্চিম গ্রিসের মানোলাদা এলাকার একটি কৃষি খামারে।

প্রবাসীরা জানান, আগুনের সূত্রপাত হয় সুনামগঞ্জের শিশু মিয়ার দায়িত্বে থাকা ফারাঙ্গায় রান্নার চুলা থেকে। মুহূর্তে সে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে সর্বশান্ত হন অন্য ফারাঙ্গার বাসিন্দারাও।

homes of 300 bangladeshis burned in greece 1পুড়ে যাওয়া বাংলাদেশিদের আবাসস্থল

প্রবাসী সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, কৃষি খামারের জন্য বিখ্যাত মানোলাদায় স্ট্রবেরি উৎপাদনে কাজ করছেন প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি।

এদিকে, গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোঁজখবর নেন এথেন্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এ সময় তাদের পাসপোর্ট, আবাসস্থল, খাবার ও আইনগত সহযোগিতার আশ্বাস দেন তিনি।