আপনি পড়ছেন

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ অন্তত ৮৪ জন অভিবাসীকে উদ্ধার করেছে তিউসিয়ার কোস্টগার্ড। তবে একই নৌকায় থাকা ৪৩ জন ভূমধ্যসাগরে ডুবে গেছেন এবং তারা মারা গেছেন বলে উদ্ধার হওয়ারা তথ্য দিয়েছেন।

migrants recovered from mediterraneanভূমধ্যসাগরে বাংলাদেশিসহ উদ্ধার ৮৪, মৃত্যুর শঙ্কা ৪৩ জনের, ফাইল ছবি

তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসব অভিবাসী ও শরণার্থী লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশ, মিশর, সুদান, ইরিত্রিয়া ও চাদের নাগরিক রয়েছেন।

রেড ক্রিসেন্টের কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একই নৌকায় থাকা আরো ৪৩ জন ভূমধ্যসাগরে ডুবে গেছেন। উদ্ধার হওয়া অভিবাসীরা এমন তথ্য দিয়েছেন।

libyan coast guard recovered 439 migrants homeভূমধ্যসাগরে বাংলাদেশিসহ উদ্ধার ৮৪, মৃত্যুর শঙ্কা ৪৩ জনের, ফাইল ছবি

খবরে বলা হয়েছে, গত ২৮ ও ২৯ জুন লিবিয়ার জুয়ারা উপকূল দিয়ে অবৈধভাবে ইতালি পৌঁছানোর লক্ষ্যে ভূমধ্যসাগরে যাত্রা করেন বাংলাদেশ, সুদান, মিশর, ইরিত্রিয়া ও চাদের এসব নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিদের কাছ থেকে এ তথ্য জানা গেছে।