আপনি পড়ছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৬৭৬টি কলেজে ২০১৯ সালে অনুষ্ঠিত স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার রাতে এটি প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের একটি সূত্র।

national university 2জাতীয় বিশ্ববিদ্যালয়, ফাইল ছবি

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম বলেন, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশ নেন ৬৭৬টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী। এবার পাসের হার ৭২ শতাংশ। করোনা মহামারির মধ্যে এই ফল প্রকাশ করা হলো।

জানা গেছে, আজ রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি ওয়েবসাইটে (www.nu.edu.bd ও www.nubd.info) পাওয়া যাচ্ছে ফল। এ ছাড়া ফল জানা যাচ্ছে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও। এ ক্ষেত্রে প্রথমে মেসেজ অপশনে গিয়ে nu<space>h4<space> নিবন্ধনের শেষ ৭টি সংখ্যা লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

national universityজাতীয় বিশ্ববিদ্যালয়, ফাইল ছবি

এদিকে, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার ৪ বছরের সমন্বিত ফল পাওয়া যাবে আগামী সপ্তাহে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম।