বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফেসবুক। দেশেও সমানভাবে জনপ্রিয় এই মাধ্যমটির বিকল্প যোগাযোগমাধ্যম তৈরি করছে বাংলাদেশ। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে হতে যাওয়া এই মাধ্যমটির নাম ‘যোগাযোগ’। আজ শনিবার এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

junaid ahmed palakআইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ফাইল ছবি

ফেসবুকভিত্তিক উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাসের দ্বিতীয় সিরিজের উদ্বোধন করা হয় এদিন। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, যোগাযোগ প্লাটফর্ম আসলে দেশীয় উদ্যোক্তাদের বিদেশনির্ভরতা কমাবে। নতুন এই সামাজিকমাধ্যমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও সংযোগের নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস ও গ্রুপ তৈরি করতে পারবেন তারা।

করোনাকালে জনপ্রিয় ভিডিও কনফারেন্সের প্ল্যাটফর্ম জুম-এর বিকল্প হিসেবে আইসিটি বিভাগের উদ্যোগে তৈরি হয়েছে ‘বৈঠক’। করোনার টিকা ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ তৈরির কথাও উল্লেখ করেন জুনাইদ আহমেদ।

ict departmentআইসিটি বিভাগ, ফাইল ছবি

এ ছাড়া যোগাযোগের আরেক জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপের বিকল্প ‘আলাপন’ তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছে আইসিটি বিভাগ। স্ট্রিমিংসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগের বিষয়ে জানিয়েছেন দপ্তরটির দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ, উইয়ের আন্তর্জাতিক উপদেষ্টা সৌম্য বসু, সভাপতি নাসিমা আক্তার প্রমুখ। এতে অতিথিরা বলেন, নারী উদ্যোক্তারা ঝুঁকি নেয়াসহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা নিয়ে এগুচ্ছেন। তবে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও উদ্ভাবনী শক্তি দিয়ে তারা দিনকে দিন সামনের দিকে এগিয়ে গেলে সফলতা আসবেই।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.