বাংলাদেশ মোবাইল ইন্টারনেটের গতির দিক থেকে বিশ্বে শুধু দুটি দেশের চেয়ে এগিয়ে রয়েছে। দেশ দুটি হলো আফগানিস্তান ও ভেনিজুয়েলা। এ সংক্রান্ত বিশ্বের ১৩৭টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৫তম। জরিপ বলছে, গেল জুন মাসে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশের অবস্থান। একই সঙ্গে সামান্য কমেছে ইন্টারনেটের গড় গতিও।

mobile internet speed bangladeshমোবাইল ইন্টারনেটের গতিতে শুধু আফগানিস্তান ও ভেনিজুয়েলার চেয়ে এগিয়ে বাংলাদেশ

জুন মাসের ইন্টারনেটের গতি নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারনেটের গতি নিয়ে তুলনামূলক চিত্র তুলে ধরা প্রতিষ্ঠান ওকলা। প্রতি মাসেই এমন চিত্র তুলে ধরে ওকলা। সংস্থাটির জরিপে দেখা যায়, মোবাইল ইন্টারনেটের ডাউনলোড গতি বাংলাদেশে ১২ দশমিক ৪৮ এমবিপিএস। আর আপলোডের গতি ৭ দশমিক ৯৮ এমবিপিএস।

ওকলার তথ্য অনুযায়ী, ১৩৭টি দেশের মধ্যে সংযুক্ত আরব-আমিরাতে সবচেয়ে বেশি গতির ইন্টারনেট রয়েছে। দেশটিতে ডাউনলোডের গতি ১৯৩ এমবিপিএসের বেশি। শীর্ষ ৫ দেশের তালিকায় এর পর রয়েছে দক্ষিণ কোরিয়া, কাতার, নরওয়ে ও সাইপ্রাস।

ookla logoইন্টারনেটের গতি নিয়ে তুলনামূলক চিত্র তুলে ধরা প্রতিষ্ঠান ওকলার লোগো

সংস্থাটির তথ্য থেকে জানা যায়, বাংলাদেশের সমপর্যায়ের অর্থনীতির দেশগুলোর মধ্যে ভিয়েতনামের অবস্থান ৫৮তম। এ ছাড়া কম্বোডিয়া ৯১, ভারত ১২২, নেপাল ১০৫, মিয়ানমার ১০৯, পাকিস্তান ১১৪, মালয়েশিয়া ৮৯ এবং শ্রীলঙ্কায় ১২৯তম অবস্থানে রয়েছে। তালিকায় সবচেয়ে পিছিয়ে থাকা ৫টি দেশ হলো- ভেনিজুয়েলা, আফগানিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও সুদান।

প্রসঙ্গত, সর্বশেষ তিন মাসে (৯০ দিন) একবার কেউ ইন্টারনেটে সক্রিয় হলেই তাকে গ্রাহক হিসেবে গণ্য করা হয়। সেই অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, গত মে মাস শেষে দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা হলো ১০ কোটি ৭৫ লাখ। অন্যদিকে, ব্রডব্যান্ডের গ্রাহকের সংখ্যা ৯৮ লাখের কিছুটা বেশি।

btrc logoবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির দিক দিয়ে ওকলার হিসাব অনুসারে বাংলাদেশ ১৮১টি দেশের মধ্যে ৯৮তম অবস্থানে রয়েছে। আগের মাসের চেয়ে এক্ষেত্রেও বাংলাদেশে দুই ধাপ পিছিয়েছে। ব্রডব্যান্ডে বাংলাদেশে ডাউনলোডের গতি ৩৮ এমবিপিএসের সামান্য বেশি। বিপরীতে আপলোডের গতি ৩৭ এমবিপিএসের কাছাকাছি।

সংস্থাটির হিসাব অনুসারে, ব্রডব্যান্ড ইন্টারনেটের সবচেয়ে বেশি গতি মোনাকোতে, সেখানে এর গতি ২৬১ এমবিপিএস। অন্যদিকে, তুর্কমিনিস্তানে ব্রডব্যান্ডের গতি ৪ দশমিক ৪৯ এমবিপিএস, যা সবচেয়ে কম। এ ছাড়া ব্রডব্যান্ডের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৭০তম। দেশটিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ৫৮ এমবিপিএস। অন্যদিকে, পাকিস্তানের অবস্থান ১৬৪তম, সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ১২ দশমিক ৭৭ এমবিপিএস।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.