রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে দেশের নন্দিত কবি হেলাল হাফিজকে। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। মঙ্গলবার দিবাগত রাতে তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে জানা গেছে।

helal hafiz poet bdকবি হেলাল হাফিজ, ফাইল ছবি

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আজ বুধবার তিনি বলেন, ৭২ বছর বয়স্ক হেলাল হাফিজের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। কবির চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর মেজর ডা. আশেকুজ্জামান।

তিনি আরো বলেন, আজ (বুধবার) সকাল থেকে কবির মেডিকেল চেকআপ শুরু হয়েছে। রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে আসলে উনার কী কী সমস্যা আছে। তবে বর্তমানে মোটামুটি স্বাভাবিকভাবেই কথা বলতে ও খাবার খেতে পারছেন কবি।

helal hafiz bd poetকবি হেলাল হাফিজ, ফাইল ছবি

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার (১৬ আগস্ট) উন্নত চিকিৎসার জন্য কবি হেলাল হাফিজকে সিএমএইচে ভর্তি করানোর নির্দেশ দেন। এর পরই মঙ্গলবার দিবাগত রাতে তাকে সিএমএইচে নিয়ে ভর্তি করান মেজর ডা. আশেকুজ্জামান।