teletalk

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে মাত্র ৫০ টাকা মূল্যে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি প্যাকেজ এনেছে মোবাইল কোম্পানি টেলিটক বাংলাদেশ। নতুন এই প্যাকেজের নাম রাখা হয়েছে ‘বর্ণমালা’।

বর্ণমালা সিমটি কেনার চালু করলেই ৫০ মিনিট অন-নেট টকটাইম, ৫০টি এসএমএস ও ৫০টি এমএসএস এবং ২৫০ মেগাবাইট ডাটা ফ্রি পাওয়া যাবে।

এই সংযোগে অন-নেটে ৩০পয়সা, অফ-নেটে ৬০ পয়সা প্রতি মিনিট কল চার্জ নির্ধারণ করা হয়েছে। প্রতি কলে থাকছে ১০ সেকেন্ড পালস।

এছাড়া মাত্র ৭০ টাকায় ৫০০ এমবি, ১৩০ টাকায় ১ জিবি এবং মাত্র ৪০০ টাকায় ৫ জিবি ডাটা কিনতে পাওয়া যাবে।

বর্ণমালা সিমটি এখন শুধুমাত্র বইমেলাতেই পাওয়া যাচ্ছে। মেলা শেষ হওয়ার পর সারা দেশে পাওয়া যাবে বলে জানান টেলিটকের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আলম।

আপাতত সিম কেনার জন্য বইমেলায় একটি ফরম পূরণ করতে হবে। পরবর্তীতে এই ফরমের কপি দেখিয়ে সিমটি টেলিটক কাস্টমার কেয়ার থেকে সংগ্রহ করতে হবে। সিম কেনার জন্য কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের ফটোকপি, ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের ফটোকপি এবং ২কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে।

১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বর্ণমালা সিমের জন্য বইমেলার টেলিটক প্যাভিলিয়নে আসতে হবে।

 

আরও পড়ুন

বিকাশে রিচার্জ করা যাবে জিপি সংযোগ

বাংলাদেশে স্যাসমসাংয়ের নতুন ফোন

১২ হাজার ৭৫০ টাকায় হুয়াউয়ের ফোন

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.