আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাসরত এক বাংলাদেশি দম্পতিকে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএসকে সহায়তার পরিকল্পনার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই দম্পতি হলেন— শহিদুল গাফফার ও নাবিলা খান। আইএসে যোগ দিতে নাবিলার দুই ভাইকে সিরিয়া যেতে উৎসাহ ও আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে।

us court bangladeshi couple innerকথিত আইএস সহায়তা, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতির জেল

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, গাফফারকে দেড় বছর এবং নাবিলাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ ওই দম্পতি নাবিলা খানের দুই ভাইকে সিরিয়ায় গিয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ হুমকি হিসেবে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী আইএসে যোগ দেওয়ার প্রচেষ্টায় উৎসাহ জুগিয়েছেন এবং তাদের আর্থিকভাবে সহায়তা দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আদালতে দাখিল করা নথিপত্রের বরাত দিয়ে ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাবিলার দুই ভাইকে ২০১৫ সালে আইএসে যোগ দেওয়ার লক্ষ্যে সিরিয়া যেতে আর্থিক সহায়তা দিয়েছেন গাফফার ও নাবিলা দম্পতি৷ তাদের সিরিয়া ভ্রমণ নিয়ে ২০১৪ সালের সেপ্টেম্বরে তারা পরিকল্পনা শুরু করেন৷