আপনি পড়ছেন

করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত রোববার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। মহামারি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ধারাবাহিকতায় দেশের সকল বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে চলতি মাসের ২৭ তারিখের মধ্যে সকল শিক্ষার্থীর টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে।

university openবিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং ভাইস চ্যান্সেলরদের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেখানে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীর টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে শ্রেণিকক্ষে পাঠদান শুরু এবং আবাসিক হল খুলে দিতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ২৭ সেপ্টেম্বরের আগেই শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শেষ করতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকা শিক্ষার্থীরা জন্ম নিবন্ধন সনদ দিয়ে টিকার নিবন্ধন করতে পারবেন। এরপর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিতে পারবে একাডেমিক কাউন্সিল।