একরাতে কোটিপতি আমিরাত প্রবাসী
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশি এক প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে ১০ লাখ দিরহামের লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে মাহজুজ লাইভ ড্রতে এই ঘোষণা দেয়া হয়। অল্পের জন্য শত কোটি টাকার প্রথম পুরস্কারটির নাগাল পাননি তিনি।
লটারি জিতে কোটিপতি বাংলাদেশি
গালফ নিউজ জানায়, মাহজুজের ৪৬তম সাপ্তাহিক ড্রর দ্বিতীয় পুরস্কারটি জিতেছেন বাংলাদেশি এক প্রবাসী। ৬টি ডিজিটের মধ্যে ৫টি মিলে গিয়েছিল, বাকিটা মিললেই প্রথম পুরস্কার পেতেন তিনি। সেটির পরিমাণ ছিল ৫ কোটি দিরহাম তথা ১ শত ১৬ কোটি ৪১ লাখ টাকা প্রায়।
আরবি শব্দ মাহজুজের বাংলা হলো সৌভাগ্যবান, যাকে স্থানীয়ভাবে ভাগ্য পরিবর্তনের লটারি হিসেবে দেখা হয়। এই পুরস্কার জিতে এখন পর্যন্ত ১৬ জন মিলিয়নিয়ার বনে গেছেন। তবে একরাতে কোটিপতি হওয়া বাংলাদেশির নাম জানা যায়নি এখনো।
সবশেষ গতকালের ড্রতে বাংলাদেশি ছাড়াও ১০০০ হাজার দিরহাম করে জিতে নিয়েছেন ১০২ জন। ১ হাজার ৯৮৪ জন পেয়েছেন ৩৫ দিরহাম করে। সে অনুযায়ী, এক রাতেই ২ কোটি ৭২ লাখ টাকার বেশি পুরস্কার ঘোষণা করা হয়। মাহজুজের পরবর্তী ড্র অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর