অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিল কাতার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর একটি কাতার। স্বাভাবিকভাবেই ভাগ্য পরিবর্তনের আশায় বিভিন্ন দেশ থেকে সেখানে পাড়ি জমান অনেকে। বৈধ এবং অবৈধভাবে দেশটিতে বসবাস করেন বিপুল সংখ্যক অভিবাসী। আছেন বাংলাদেশিরাও। যারা অবৈধভাবে বসবাস করছেন, তাদের জন্য সুখবর দিয়েছে কাতার সরকার।
কাতারে বাংলাদেশি শ্রমিক
অবৈধ অভিবাসীরা নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বৈধ হওয়ার সুযোগ পাবেন ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। কাতারে দীর্ঘ দুই দশক পর এমন সুযোগ পাচ্ছেন অবৈধভাবে বসবাসরত অভিবাসীরা। এতে দারুণ খুশি তারা।
এই সুযোগকে কাজে দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদেরকে দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে বলে জানানো হয়।
বৈধ হওয়ার জন্য একটি নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করতে হবে। তারপর দূতাবাসের সুপারিশ নিয়ে সেটা জমা দিতে হবে সরকার ঘোষিত সার্ভিস সেন্টারগুলোতে। সার্ভিস সেন্টারগুলো মধ্যে রয়েছে- আল ওয়াকরা, উম্ম সালাল, উম্মে সুনাইম, মেসাইমার এবং আল রাইয়ান।
এই সুযোগ দেওয়ার পরও কেউ যদি অবৈধ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে কাতার সরকার।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর