ঘরের ছাদ ভেঙে পড়ল উল্কাপিণ্ড, অল্পের জন্য রক্ষা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আকাশ থেকে ধেয়ে আসা একটি উল্কাপিণ্ড ছাদ ভেঙে আছড়ে পড়েছে শোবার ঘরের বিছানায়। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন সেখানে ঘুমিয়ে থাকা এক নারী। গত ৩ অক্টোবর এমন ঘটনা ঘটেছে কানাডার গোল্ডেন নামের ছোট এক শহরে।
কানাডায় ঘরের ছাদ ভেঙে পড়ল উল্কাপিণ্ড
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রুথ হ্যামিলটন নামের ওই নারী আচমকা ঘুম ভেঙে বিছানার ওপর একখণ্ড পাথর দেখতে পান। এ সময় তার চোখে-মুখে ছড়িয়ে ছিটিয়ে ছিল কঙ্কর ও আবর্জনা। স্থানীয় পুলিশ ডাকা হলে আঁতকে ওঠার মতো তথ্য মেলে।
নির্মাণাধীন কোনো ভবন বা ভবন ভাঙার জন্য বিস্ফোরণ ঘটানোর কারণে পাথরটি ছিটকে পড়েছে বলে ধারণা করা হয়েছিল প্রথমে। পরে জানা যায়, আকাশে বিস্ফোরণ ঘটতে দেখেছেন নির্মাণ শ্রমিকেরা। এরপর পাথরটিকে উল্কাপিণ্ড হিসেবে শনাক্ত করা হয়।
প্রদর্শনীতে উল্কাপিণ্ড
ঘটনার বর্ণনা দিতে গিয়ে হ্যামিলটন জানান, দ্রুত ঘুমিয়ে পড়ার পর পোষা কুকুরের ডাকতে আচমকা ঘুম ভেঙে যায়। বিছানার দুই বালিশের মাঝে পাথরখণ্ড তথা উল্কাপিণ্ড দেখে উপরের দিকে তাকিয়ে দেখতে পান ঘরের ছাদ ভাঙা। নিজের চেহারাসহ সারা ঘরে প্রচুর কঙ্কর ও আবর্জনা দেখে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে ভয়ের মুহূর্ত।
ওই রাতে কানাডার দক্ষিণাঞ্চলে উল্কাবৃষ্টি হয়েছে জানার পর তিনি সিদ্ধান্ত নেন, পাথরখণ্ডটি তিনি সংরক্ষণ করবেন।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর