আপনি পড়ছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাবি, একটি ছাত্রী হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার, ১৯ অক্টোবর, দিবাগত রাত সোয়া ৯টার দিকে কবি সুফিয়া কামাল হলে আগুনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বানু। অবশ্য ফায়ার সার্ভিসের লোকজন কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

du women hall firঢাবির সুফিয়া কামাল হলে আগুন

ঢাবি সূত্রে জানা যায়, ছাত্রীদের এই হলের প্রদীপ্ত ব্লকের ৮০৬ নম্বর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে তা আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বানু প্রাথমিকভাবে জানান, আগুন বেশ কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নেভানো চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের লোকজন। তবে তাৎক্ষণিকভাবে তিনি আগুন লাগার কারণ জানাতে পারেননি।

poet sufia kamal hall duঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল

এদিকে, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ রাত পৌনে ১০টার দিকে বলেন, কবি সুফিয়া কামাল হলের ১০ তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।