marcia bernicat

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে এ দেশের মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস। তারা বার্নিকাটের মুখে বাংলা –ইংরেজিতে মেশানো ভাষায় একটি ভিডিও ক্লিপ ইউটিউবে প্রকাশ করেছে। তবে তাঁর প্রত্যেকটি কথার বাংলা সাবটাইটেল ভিডিওর নিচে সংযুক্ত করা হয়েছে।

ভিডিওটিতে মার্শা বার্নিকাট প্রথমেই বাংলাদেশের মানুষকে সালাম ও নমস্কার জানিয়ে কথা শুরু করেন।

শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকার ছবি দেখানোর পর রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পর্দায় হাজির হন। এরপর হাসি মাখা মুখে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম, নমস্কার। আমি মার্শা বার্নিকাট। প্রেসিডেন্ট ওবামা আমাকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন, এ জন্য আমি সম্মানিত বোধ করছি। আমি কূটনীতিক হিসেবে কাজ শুরুর পর থেকেই “লাল সবুজের দেশে” কাজ করতে চেয়েছি। আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বকে বাড়ানোর জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

বার্নিকাট আরও বলেন, ‘আমি নিউজার্সি থেকে এসেছি এবং বৈচিত্র্যময় ও একটি বড় পরিবার থেকে এসেছি। আমার অভিভাবকরা তাঁদের আদিবাসী আমেরিকান এবং আফ্রিকান পূর্বসূরিদের জন্য গর্ববোধ করতেন। আমার দুই ছেলে সুনীল ক্রিস্টোফার ও সুমিত নিকোলাস। যখন নয়াদিল্লিতে থাকতাম তখন তাঁদের জন্ম।’

নতুন এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি এই মিলিত সফরে অনেক নতুন বন্ধুত্বের আশা করি।এমন এক বাংলাদেশ যেখানে সহনশীলতা ও সামাজিক সৌহার্দ্যকে মূল্য দেওয়া হয়। আমি আমার সমস্ত কর্মজীবনে উপভোগ করেছি এইচআইভি/এইডস নিয়ে কাজ করতে; আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে যুদ্ধে দক্ষতা বৃদ্ধি করতে; বাণিজ্য প্রসারে এবং শিক্ষার্থী ও উদ্যোক্তাদের জন্য শিক্ষা প্রসারে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশেষত নবীন বাংলাদেশিদের সাথে দেখা করতে এবং আপনাদের দেশের ভবিষ্যৎ সম্বন্ধে আপনাদের প্রত্যাশা ও স্বপ্ন শুনতে উন্মুখ হয়ে আছি।’

এরপর তিনি কাজী নজরুল ইসলামের রচিত একটি লাইন পড়ে শোনান। তিনি বলেন, কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, বাংলাদেশি জনগণের অপরিহার্য চেতনা হলো “আকাশের মত বাধাহীন” ও “চিত্তমুক্ত শতদল”। আমি এই চেতনার সাথে সরাসরি পরিচিত হতে চাই।’

পুরো ভাষণে বার্নিকাট ‘লাল সবুজের দেশে’ এই শব্দ তিনটি বাংলায় উচ্চারণ করেন।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ভিডিও বার্তা:

 

আরও পড়ুন

বুরজ খলিফায় আগুন লাগার গুজব

মঙ্গলগ্রহে সন্তান প্রসব!

ককপিটে সেলফি তুলতে গিয়ে বিমান বিধ্বস্ত!

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.