ব্রিটেনে নতুন আইন: নাগরিকত্ব হারানোর শঙ্কায় লাখো বাংলাদেশি!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কোনো নোটিশ ছাড়াই বিদেশিদের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়ার একটি বিল প্রস্তাব করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি পাশ হলে যুক্তরাজ্যে বাস করা লাখো বাংলাদেশিসহ ৬০ লাখ মানুষ নাগরিকত্ব হারাবেন। নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সবচেয়ে ক্ষতির মুখে পড়বেন ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের পতাকা
সাম্প্রতিক এক ব্রিটিশ পরিসংখ্যান অনুযায়ী, ‘এথনিক মাইনরিটি কমিউনিটি’র প্রতি ৫ জনের মধ্যে ২ জন নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়বেন। সেইসঙ্গে শ্বেতাঙ্গদের ৪১ শতাংশ নাগরিক মর্যাদা হারাতে পারেন। নতুন বিলে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়াদের রাষ্ট্রহীন করার ক্ষমতা আরো বাড়বে।
খসড়া বিলের ৯টি ধারায় জনস্বার্থে প্রয়োজনে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নোটিশ ছাড়াই নাগরিকত্ব বাতিলের কথা বলা হয়েছে। এর আগে ২০০৬ সাল থেকে ব্রিটিশ জনগণের স্বার্থে দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলের ক্ষমতা দেয়া হয়। সেই ক্ষমতা আরো বাড়ানো হয় ২০১৪ সালে, তাতে বিদেশে জন্ম নেয়া ব্যক্তিদের দ্বৈত নাগরিকত্ব বাতিলের কথা রয়েছে।
ব্রিটিশ নাগরিকত্ব
২০১১ সালের এক পরিসংখ্যানে বাংলাদেশে জন্ম নেয়া ২ লাখ ১২ হাজারের বেশি মানুষ ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে জানা যায়। ফলে নতুন বিলটি পাস হওয়া ঠেকাতে জোর প্রচারণা চালাচ্ছে বিভিন্ন সংগঠন। যুক্তরাজ্য সরকারের এই পরিকল্পনাকে মানবিক অধিকারের পরিপন্থী হিসেবে বর্ণনা করেছেন ইউকে-বাংলা প্রেস ক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর