আপনি পড়ছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীরাও থাকতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘প্রভোস্ট স্টান্ডিং কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে এসব ছাত্রীর হলে না থাকার নিয়মের বিধান বাতিল করা হয়েছে।

married student in du hallঢাবির হলে ছাত্রীরা, ফাইল ছবি

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, নিয়মটি রহিত করার পাশাপাশি সভা মনে করে, ছাত্রীদের সন্তান জন্মদানের আগে-পরে পরিবারের সঙ্গে থাকা সমীচীন। এটা তাদের নিজেদের জন্যই ভালো।

এদিন সকালে ঢাবির হলে বিবাহিত-অন্তঃস্বত্ত্বা ছাত্রীদের সিট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টদের এটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। নোটিশে বিবাহিত শিক্ষার্থীরা হলের সুবিধা নিয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া হলে বিবাহিত ছাত্রীদের থাকা নিয়ে বিধিনিষেধ আরোপের ঘটনায় উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে মহিলা পরিষদ। উদ্ভূত সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়ার দাবি জানায় নারীবাদী সংগঠনটি।