বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সংঘাতপূর্ণ এলাকায় মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। সংস্থাটির বরাত দিয়ে আজ শনিবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে আহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বাংলাদেশি শান্তিরক্ষী, ফাইল ছবি
দেশটিতে থাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বা এমআইএনইউএসসিএ জানিয়েছে, গতকাল শুক্রবার ওহাম-পেনডে প্রদেশের বোহোংয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত ৩ বাংলাদেশির মধ্যে দুইজনের অবস্থা গুরুতর, তাদের হেলিকপ্টারে করে মিশন পরিচালিত একটি হাসপাতালে নেয়া হয়েছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিস্ফোরক ডিভাইস পুঁতে রাখার তীব্র নিন্দা জানিয়েছে এমআইএনইউএসসিএ। এর আগে গত বৃহস্পতিবার দেশটির আরেক এলাকায় মাইন বিস্ফোরণে তানজানিয়ার ৩ শান্তিরক্ষী আহত হন।
সংস্থাটির তথ্য বলছে, আগস্ট থেকে এখন পর্যন্ত ৫০ লাখ মানুষের এই দেশে মাইন বিস্ফোরণে ২ নারী ও এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছে। ২০১৩ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে দেশটিতে। মাঝে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সাম্প্রতিক সময়ে সহিংসতা আবারো বেড়েছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর