রিকশা থেকে নেমেই আর খুঁজতে হবে না মানিব্যাগের টাকা। হাতে থাকা মোবাইল থেকেই দেওয়া যাবে রিকশা ভাড়া। ভাংতির জন্য চিন্তা করতে হবে না রিকশা চালককেও। ক্ষুদ্র লেনদেনে নতুন এ দিগন্তের সূচনা করেছে, ট্রাস্ট আজিয়াটা পে-ট্যাপ। প্রাথমিকভাবে রাজধানীর ধানমণ্ডি এলাকায় নতুন এ সেবা চালু করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি।

rickshawছবি - সংগৃহীত

রিকশার নগরী ঢাকা। রাজধানীর অলি-গলি রাজপথে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ১৫ লাখ রিকশা চলাচল করে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ২০১৫ সালের তথ্যমতে, ঢাকার ৪০ শতাংশ মানুষ নিয়মিত চলাচলের ক্ষেত্রে রিকশার ওপর নির্ভরশীল।

এ বিষয়টি মাথায় রেখে যাত্রীরা যাতে রিকশা ভাড়া মোবাইলে পরিশোধ করতে পারেন তার উদ্যোগ নেয় ট্রাস্ট আজিয়াটা পে-ট্যাপ। শনিবার (৮ জানুয়ারি) রাজধানী ধানমণ্ডি এলাকায় নতুন উদ্যোগের অংশ হিসেবে তিন শতাধিক রিকশাচালককে একটি করে কিউআর কোড সংবলিত কার্ড দেওয়া হয়েছে।

rickshaw fare can be paid on mobileছবি - সংগৃহীত

যাত্রীরা ট্যাপ অ্যাপ দিয়ে স্ক্যান করে রিকশাচালকের ট্যাপ ওয়ালেটে ভাড়া দিতে পারবেন। খুদে বার্তার মাধ্যমে জানা যাবে লেনদেন সম্পন্ন হয়েছে কিনা।

এ বিষয়ে ট্যাপের হেড অব কপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মিডিয়া রিলেশনস আশিকুর রহমান বলেন, এ নতুন সার্ভিস চালু করায় রিকশাচালকরা প্রতিটি যাত্রীর ভাড়ার সঙ্গে ট্যাপ থেকে অতিরিক্ত ১০ টাকা বোনাস পাবেন।

যে কোনো ট্যাপ এজেন্ট থেকে সেটা ক্যাশ আউট করে নিতে পারবেন। এ ছাড়া যাত্রীরাও ট্যাপ-এ পেমেন্ট করে পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক। এ অফারটি ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।

মোবাইলে জমা অর্থ রিকশা চালকরা গ্যারেজে থাকা ট্যাপ এজেন্টের কাছ থেকে সহজেই তুলতে পারবেন। এ বিষয়ে একজন রিকশাচালক জানিয়েছেন, এখন সুবিধা হলো, টাকা পয়সার হারানোর ভয় থাকবে না।

সারাদিন কাজ করে বিকেলে গিয়ে এজেন্টের কাছ থেকে টাকা তুলতে পারব। নাগরিক জীবনের সব স্তরে এমএফএস সেবা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ বলে জানালেন কর্মকর্তারা।

এদিকে ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের পরিচালক হুমায়রা আজম বলেন, তৃণমূল পর্যায়ে ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ট্যাপ এ উদ্যোগ নিয়েছে।

পরীক্ষামূলক কার্যক্রম শেষে শিগগিরই এ সেবা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চায় ট্রাস্ট আজিয়াটা পে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.