ফেসবুকে ‘মৃত’, তসলিমা বললেন ‘জীবিত’
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ভেরিফায়েড অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকালে এমনটি দেখা যায়, যা সাধারণত মৃত ব্যবহারকারীদের বেলায় দেখায় জনপ্রিয় সামাজিকমাধ্যমটি।
ফেসবুকে ‘মৃত’ তসলিমা নাসরিন
এ নিয়ে ফেসকুবের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে টুইটারে নিজের অ্যাকাউন্টে একাধিক পোস্ট দিয়েছেন তসলিমা। তাতে নিজেকে জীবিত উল্লেখ করে ফেসবুক আইডিটি ফেরত দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
একটি টুইটে ফেসবুককে মেনশন করে তসলিমা নাসরিন লিখেছেন, আমি খুবই প্রাণবন্ত আছি। কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আমাকে স্মরণীয় করে দিয়েছে। কী দুঃসংবাদ! এটা কীভাবে করলে তোমরা? দয়া করে অ্যাকাউন্টটি আমাকে ফিরিয়ে দাও।
তসলিমা নাসরিনের টুইটার পোস্ট
আরেক টুইটে ‘ফেসবুক আমাকে মেরে ফেলেছে’ উল্লেখ করে তিনি বলেন, আমি জীবিত আছি। অসুস্থ বা শয্যাশায়ী অথবা হাসপাতালে ভর্তি নই। কিন্তু আমার অ্যাকাউন্টটি স্মরণীয় করে রেখেছে ফেসবুক।
এর আগে ‘রিমেম্বারিং তসলিমা নাসরিন’ ট্যাগ দিয়ে তসলিমার প্রোফাইলে ফেসবুক এঁটে দেয়, তসলিমাকে যারা ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করতে প্রোফাইলটি পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন বলে আশা করি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর