ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া ৭ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে। নৌকায় করে যাওয়ার সময় শরীরের তাপমাত্রা একেবারে কমে গিয়ে তাদের মৃত্যু হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে ইতালির বার্তা সংস্থা এএনএসএ।
ভূমধ্যসাগরে অভিবাসীদের নৌকা, ফাইল ছবি
দেশটির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে বলেন, হাইপোথার্মিয়া তথা শরীরের তাপমাত্রায় একটি নৌকায় থাকা ৭ বাংলাদেশি অভিবাসীর সবাই মারা যান। তারা দুই-তিন দিন আগে লিবিয়া থেকে দেশটির উদ্দেশ্যে রওয়ানা হন।
ইতালির কোস্টগার্ড সদস্যরা তাদের ল্যাম্পেদুসার দ্বীপের উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নৌকাটি শনাক্ত করে। নৌযানটিতে আগেই ৩ জনের মৃত হয়, বন্দরে আনার পথে মারা যান বাকি ৪ জন। এর মধ্য দিয়ে চলতি বছর আরো একটি মর্মান্তিক ঘটনার খবর এলো।
নির্দোষ ভুক্তভোগীদের মৃত্যুতে শোক প্রকাশ করে লুইগি প্যাট্রোনাজ্জিও বলেন, ঘটনাটির তদন্ত শুরু করেছেন সিসিলিয়ানের এগ্রিজেন্টোর প্রসিকিউটররা। হতভাগ্য বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর