করোনা মহামারির মধ্যে একের পর এক ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার, আরো বেশ কিছু প্রতিষ্ঠানের ওপর নজর রাখা হচ্ছে। এমতাবস্থায় এই খাতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন, ইউবিআইডি।

e commerce ubidই-কমার্স, ফাইল ছবি

আজ রোববার ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা সভায় অ্যাপটি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

ইউবিআইডি চালুর ফলে ফেসবুকসহ অনলাইন মাধ্যমে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আসতে হবে। এদিন চালডাল লিমিটেড, আজকের ডিল, রকমারিডটকমসহ ১১টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়, ৫টি প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়।

e commerce ubid 1‘ইউবিআইডি’ চালু

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। সে লক্ষ্যে এ খাতের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার চেষ্টাও করা হচ্ছে। এর অংশ হিসেবে কিউকমের কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে, বাকিগুলোর কাজও এগিয়ে চলছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তথা বিএফআইইউ-এর প্রধান মাসুদ বিশ্বাস, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস তথা বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, পুলিশের সিআইডি, এসবি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডাক অধিদপ্তরসহ ১৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.