ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনে ২০১৫ সাল থেকে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন চার দেশীয় জোট। এ ইস্যুতে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই নেতার টেলিফোনালাপে এমনটা জানানো হয় বলে খবর বেরিয়েছে আজ বৃহস্পতিবার।
789101213জো বাইডেন ও সালমান বিন আব্দুল আজিজ, ফাইল ছবি
আল জাজিরা জানায়, হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, হুথিদের হামলা থেকে সৌদি জনগণ ও ভূখণ্ড রক্ষা এবং ইয়েমেন যুদ্ধের অবসানে জাতিসংঘের নেতৃত্বে যে প্রচেষ্টা চলছে, তাতে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে বাইডেন প্রশাসন। হুথিবিরোধী সৌদি যুদ্ধে সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন।
ইরান সমর্থিত হুথিরা রাজধানী সানাসহ ইয়েমেনের অধিকাংশ এলাকা দখলে নিলে দেশ ছেড়ে রিয়াদে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি। হুথিদের হটিয়ে দিয়ে তাকে ফের ক্ষমতায় বসাতে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। এই যুদ্ধ ৭ বছরে গড়ানোয় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।
ইয়েমেনে সৌদি হামলা, ফাইল ছবি
এটিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট আখ্যায়িত করে জাতিসংঘ অবিলম্বে সবপক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এর মধ্যেও হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। সবশেষ গতকাল বুধবার সৌদিতে হুথিদের হামলায় ইরানকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে গত ১৭ জানুয়ারি সৌদি জোটের অন্যতম মিত্র সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। তাতে ৩ জন নিহত হলে দেশটির সমর্থনে গত সপ্তাহে ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান দিয়ে সহায়তার কথা জানায় ওয়াশিংটন।