আপনি পড়ছেন

এখন থেকে বাংলাদেশিদের আর লিবিয়ায় যেতে বাধা নেই। দেশটিতে কর্মী পাঠানোর ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে মধ্য আফ্রিকার দেশটিতে কর্মী পাঠানো যাবে।

bangladesh embassy libyaলিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় উদ্ধার বাংলাদেশি নাগরিক, ফাইল ছবি

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস আজ শুক্রবার, ১১ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে। লিবিয়ায় বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি জানানো যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস এক বার্তায় জানিয়েছে, এর আগে লিবিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ওপর যে নিষেধাজ্ঞাটি আরোপ করা হয়েছিল, তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে প্রত্যাহার করে নিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় নিরাপত্তার কারণে সেদেশে বাংলাদেশিদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অবশ্য সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে দেশটিতে গেছেন অনেক বাংলাদেশি।