বাজারে স্যামসাং এস২২ সিরিজের ফোন চলে এসেছে। এস-সিরিজ পরিবারে এ বছরের জন্য নন-ফোল্ডেবল তিনটি ফোন পাওয়া যাবে। গ্যালাক্সি এস২২ আলট্রার একটি ফোনেই সর্বোচ্চ প্রযুক্তির ক্যামেরা এবং এস পেন থাকবে। এ ছাড়াও আরো অনেক কিছুই থাকছে এই স্মার্টফোনটিতে।

samsung galaxy s22 ultraযে প্রযুক্তির ব্যবহার হয়েছে গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফাইভজি ফোনটিতে, ফাইল ছবি

বডি: স্যামসাং গ্যালাক্সিএস২২ আল্ট্রা ফাইভজি-তে আছে ১৬৩.৩ বাই ৭৭.৯ বাই ৮.৯ মিলিমিটার বডি। ২২৯ গ্রাম (ওজন); সামনে ও পেছনে গরিলা গ্লাস ভিকটাস+অ্যালুমিনিয়াম ফ্রেম।

ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড টুএক্স, ১২০ হার্টজ, এইচডিআর ১০+১৭৫০ নিটস (পিক), ১৪৪০ বাই ৩০৮০ পিক্সেল রেজ্যুলেশন, অ্যাসপেক্ট রেশিও ১৯.২৫ : ৯, ৫০০ পিপিআই; সবসময় অন-ডিসপ্লে।

galaxy s22 ultra five g phoneস্যামসাং গ্যালাক্সি ফাইভ জি ফোনে যত সুবিধা, ফাইল ছবি

চিপসেট: এক্সিনোস ২২০০ (৪ ন্যানোমিটার)-ইন্টারন্যাশনাল, কোয়ালকম এসএম৮৪৫০ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (৪ ন্যানোমিটার)।

মেমোরি: মূল্যভেদে চার ধরনের। ১২৮ জিবি রম ও ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি রম ও ১২ জিবি র‌্যাম, ৫১২ জিবি রম ও ১২ জিবি র‌্যাম, ১ টিবি রম ও ১২ জিবি র‌্যাম; ইউএফএস ৩.১।

অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১২, ওয়ান ইউআই ৪.১ পেছনের ক্যামেরা মোট ৪টি। প্রধান ক্যামেরাটি ওয়াইড অ্যাঙ্গেল ১০৮ এমপি, এফ/১.৮, ২৪ মিলিমিটার; এছাড়াও আরো ৩টি ক্যামেরা আছে। এর একটি ১২এমপি-র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, আর বাকি ২টি ১০ এমপি-র টেলিফটো ক্যামেরা।

সামনের ক্যামেরা: ৪০ এমপি, এফ/২.২,২৬ মিলিমিটার (ওয়াইড), ১/২.৮ ইঞ্চি, দশমিক ৭ ইউএম, টিপডিএএফ।

ভিডিও: মূল ক্যামেরায় সর্বোচ্চ ৮কে এবং সামনের ক্যামেরায় সর্বোচ্চ ৪কে।

ব্যাটারি: ৫০০০ অ্যাম্পেয়ার; ফাস্ট চার্জিং ৪৫ডব্লিউ, ইউএসবি পাওয়ার ডেলিভারি থ্রি, ফাস্ট কিউআই/পিএমএ ওয়্যারলেস চার্জিং ১৫।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.