আপনি পড়ছেন

কিউবার প্রথম এলজিবিটিকিউ হোটেল আবার চালু হয়েছে। রেইনবো নামের হোটেলটির প্রবেশদ্বারের ওপরে রামধনু আঁকা পতাকা উড়ছে, যা সমকামীদের আন্তর্জাতিক প্রতীক। গত ডিসেম্বরে হোটেলটি চালু করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রেসের সদস্যরা কিউবান সমুদ্র সৈকত রিসোর্ট ক্যায়ো গুইলারমোতে ভ্রমণের জন্য পৌঁছালে আঁটসাঁট পোশাক এবং হাই হিল পরে নর্তকি দল তাদের স্বাগত জানায়। বিবিসি।

cuba rainbow hotelরেইনবো হোটেল

এর আগে কিউবায় সমকামী সম্প্রদায় সমাদর পায়নি। কমিউনিস্ট নেতা ফিদেল কাস্ত্রোর শাসনের প্রথম দিকে সমকামী পুরুষ ও মহিলাদের কর্ম শিবিরে পাঠানো হয়েছিল। অবশ্যই দ্বীপে আগের দৃষ্টিভঙ্গি আর নেই। রেইনবো হোটেল পুনরায় চালুর পেছনে এমজিএম মুথু হোটেলস প্রভাবক হিসেবে কাজ করেছে।

তারপর করোনভাইরাসের কারণে পরবর্তী দুই বছরের জন্য হোটেলটি বন্ধ হয়ে যায়। যদিও এখন পর্যটকরা আসছেন। টরন্টো থেকে আসা পর্যটক কেভিন ম্যাকগার্থ হোটেলটিকে ‘ক্যারিবিয়ানের একটি মরূদ্যান’ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এমন একটি জায়গায় থাকতে পেরে ভালো লাগছে। তবে কিউবায় সমকামীদের প্রতি সহনশীলতা লক্ষ্যণীয়ভাবে অনুপস্থিত।

cuba perlamentকিউবার পার্লামেন্ট

জুলাই মাসে কিউবায় সরকারবিরোধী বিক্ষোভের পর কর্তৃপক্ষ সব ধরনের ভিন্নমতের ওপর চাপ সৃষ্টি করেছে। বন্দীদের রুদ্ধদ্বার গণবিচার অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র নাবালকসহ কিছু আসামির জন্য কয়েক দশকের দীর্ঘ কারাদণ্ড দিয়েছে।

গত নভেম্বরে দ্বিতীয় বিক্ষোভ শুরু হওয়ার আগেই বন্ধ করে দেয় পুলিশ। বিক্ষোভের একজন সংগঠক, ইউনিওর গার্সিয়াকে জোরপূর্বক তার বাড়ির ভেতরে আটকে রাখা হয়। সরকারি সমর্থকরা ভবনজুড়ে একটি বিশাল কিউবার পতাকা দিয়ে ঢেকে দেয়। এজন্য তিনি জানালা থেকেও সংকেত দিতে পারেননি।

এরপরই দ্বীপ ছেড়ে চলে যান গার্সিয়া। প্রকৃতপক্ষে সাম্প্রতিক মাসগুলোতে অনেক কর্মী এবং স্বাধীন সাংবাদিককে নির্বাসনে যেতে হয়েছে। কর্তৃপক্ষ তাদের জীবনকে অসহনীয় করে তুলেছে। এ ধরনের কঠোর আচরণের মধ্যে কউবার সমকামী অধিকার কর্মীরা বলছেন, রেইনবো হোটেলটি কিউবার দুর্বল মানবাধিকারের প্রতীক।

মাতানজাস শহরের একজন এলজিবিটিকিউ কর্মী জ্যান্সেল মোরেনো বলেছেন, কিউবায় প্রত্যেক দর্শককে অবশ্যই এখানে খুব স্বাগত জানানো হয়। তবে এখানে সমকামীরা যে দমন-পীড়নের শিকার হয়েছে তার তদন্ত হওয়া দরকার। এখানে কর্তৃত্ববাদী দমন-পীড়ন চলছে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.