বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জায়েদ খান ও নিপুণ আক্তার। গত ২৮ জানুয়ারি নির্বাচন হলেও জয় নিয়ে তাদের মধ্যে এখনো আইনি লড়াই চলছে, পাল্টাপাল্টি অভিযোগও আসছে। এর মধ্যে জায়েদের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন নিপুণ।

zayed khan nipun 1জায়েদ খান ও নিপুণ, ফাইল ছবি

জায়েদ খান অপপ্রচার করছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন উল্লেখ করে নিপুণ বলেন, অপপ্রচারের জন্য টাকা দিয়ে লোক নিয়োগ করেছেন। হঠাৎ করেই জায়েদের ভক্তের সংখ্যা বেড়ে গেছে। টাকা দিয়ে দুটি ইউটিউব চ্যানেল এবং দুটি ফেসবুক গ্রুপ চালাচ্ছেন তিনি। তাতে প্রতিনিয়ত আমাকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে।

জায়েদের পক্ষে অভিনেতা জয় চৌধুরী এমনটি করছেন জানিয়ে তিনি আরো বলেন, জয় চৌধুরী কেবল সিনেমাতে এসেছে। এসব নোংরামি ছেড়ে অভিনয়ের প্রতি মনোযোগ দেওয়া উচিত তার। আইনি লড়াই চলমান থাকায় জায়েদ খানকে বলব, এমন নোংরামি পরিহার করুন। আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।

elias kanchan misha saudagarইলিয়াস কাঞ্চন ও মিশা সওদারগর, ফাইল ছবি

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি করেন নিপুণ। জিডির ঘটনাটি ১৪ ফেব্রুয়ারির বলে জানানো হয়েছে। তিনি বলেছেন, শিল্পী সমিতির বৈধ সাধারণ সম্পাদক আমি। আদালতের আদেশের ফলে যেখানে আছি, সেখানেই থাকব।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার কাছে হেরেছেন সাবেক সভাপতি মিশা সওদাগর। তবে সাধারণ সম্পাদক পদে জয় নিয়ে নানা নাটকীয়তা দেখা গেছে, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।