আপনি পড়ছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবিতে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলের মধ্যখানে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজনের বিরুদ্ধে রামদা-সহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে।

bsl cgobiসংঘর্ষের পর থমথমে অবস্থা

প্রত্যক্ষদর্শীরা জানান, চবির বগিভিত্তিক উপ-গ্রুপ বিজয় ও সিএফসির সদস্যদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রুপ দু’টির মধ্যে উত্তেজনা লক্ষ করা গেছে।

তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, সে তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তা ছাড়া ছাত্রলীগের কোনো পক্ষ এ নিয়ে কথা বলতে রাজি হয়নি, পুলিশেরও বক্তব্য মেলেনি।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় একই স্থানে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছিল বিজয় ও সিএফসি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।