ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি পড়ালেখা ও বিনোদনের জন্য স্মার্টফোনের বিকল্প নেই বললেই চলে। তবে ইচ্ছা থাকলেও সবার পক্ষে দামি স্মার্টফোন কেনা হয়ে ওঠে না। তাদের জন্য এবার সুখবর। বাংলাদেশে এখন কম দামেই পাওয়া যাচ্ছে ভালো মানের স্মার্টফোন। আজ দেখে নেওয়া যাক ৭ হাজার টাকার নিচে ৩ স্মার্টফোনের বিস্তারিত।

 symphony i99 colorsসিম্ফনি আই ৯৯ -ফাইল ছবি

সিম্ফনি আই ৯৯: দেশিও ফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনির তৈরি ‘সিম্ফনি আই ৯৯’ মডেলের স্মার্টফোন পাওয়া যাচ্ছে ৬ হাজার ৯৯০ টাকার মধ্যে। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটিতে রয়েছে ১.৬ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর ২ জিবি ডিডিআর ফোর র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

চমৎকার ক্যামেরার বড় ডিসপ্লে এবং ফোরজি সংযোগ সুবিধার এ স্মার্টফোনটিতে মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। এ ফোনের সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং পেছনে রয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। স্মার্টফোনটিতে আছে ৩৫০০ এমএএইচ এর লি পলিমার ব্যাটারি, যা দিয়ে টুজি বা থ্রিজি নেটওয়ার্কে কথা বলা যাবে ২১ ঘণ্টা এবং ফোরজিতে ভিডিও কলিং হবে সাড়ে তিন ঘণ্টা।

 itel vision 1আইটেলে ভিশন১ -ফাইল ছবি

আইটেলে ভিশন১: আকর্ষণীয় ডিজাইনের আইটেলে ভিশন১ স্মার্টফোনটিতে গেমিং কিংবা মুভি দেখার জন্য থাকছে ৬.০৮৮ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ফুলস্ক্রিন ডিসপ্লে। একনাগাড়ে সারাদিন ব্যবহার নিশ্চিত করতে আছে ৪০০০ মিলিআম্পিয়ার-এর বিশাল ব্যাটারি। থাকছে ৩২ জিবি স্টোরেজ।

এছাড়াও ২ জিবি র‌্যাম আর ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসরের ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলে এআই মেইন ক্যামেরার সাথে আছে ফ্ল্যাশসহ ডুয়াল রিয়ার ক্যামেরা। আরও আছে সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির বাজার মূল্য ৬ হাজার ৯৯০ টাকা।

 walton gh9ওয়ালটন প্রিমো জিএইচ ৯ -ফাইল ছবি

ওয়ালটন প্রিমো জিএইচ ৯: আরেক দেশি প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটনের তৈরি ‘প্রিমো জিএইচ ৯’ মডেলের স্মার্টফোন পাওয়া যাচ্ছে ৬ হাজার ৭৯৯ টাকায়। নজরকাড়া স্লিম ডিজাইনের ফোনটিতে বড় পর্দার নচ ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে।

ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ছবি তোলার জন্য ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে সেলফির জন্য ৫ মেগাপিক্সেল ক্যামেরা তো আছেই।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.